বিসিএসসহ নন–ক্যাডারের যেকোনো চাকরির পরীক্ষার প্রশ্নপত্র গত বছরের ৫ আগস্টের আগে তৈরি বা ছাপানো হলে, সেগুলো দিয়ে কোনো পরীক্ষা নেবে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিএসসির সূত্রটি জানিয়েছে, বর্তমান কমিশন সিদ্ধান্ত নিয়েছে ৫ আগস্টের আগে তৈরি বা ছাপানো কোনো প্রশ্নপত্র বা ম্যানুস্ক্রিপ্ট বর্তমান কমিশন কর্তৃক কোনো চাকরির নিয়োগ পরীক্ষায় ব্যবহার করা হবে না। এ ছাড়া বিজি প্রেসে চাকরির নিয়োগ পরীক্ষার কোনো প্রশ্ন ছাপানো হবে না বলেও কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তাই কোনো অপতথ্য দ্বারা চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে পিএসসি।
এদিকে পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা–সংক্রান্ত বিষয়ে কিছু বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নজরে এসেছে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর ভিত্তিহীন। এ ধরনের মিথ্যা তথ্য অসৎ উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এ ধরনের অনুমাননির্ভর ও অসত্য তথ্য দ্বারা বিসিএস পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতি পিএসসি অনুরোধ করেছে, সরকারি কর্ম কমিশনের সঙ্গে তথ্যের সঠিকতা যাচাই না করে বিসিএস পরীক্ষা ও প্রশ্নপত্র–সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ ও প্রচার না করার।
তথ্য সূত্র:প্রথম আলো