৮ হাজার+ হাইভোল্টেজ এমসিকিউ প্রশ্নের সমন্নয়ে ২১০ দিনের এ প্ল্যানটি একদিকে যেমন সাফল্য এনে দিবে প্রিলিমিনারীতে, অন্যদিকে অনেকাংশেই কভার করা যাবে বিসিএস লিখিত সিলেবাসও।
কোর্সটি সব শ্রেণির চাকরি প্রত্যাশীদের কথা মাথায় রেখে করা হলেও আমরা সবচেয়ে প্রাধ্যান্য দিতে চেয়েছি যারা ডিগ্রি/অনার্স ৩য় বর্ষে/শেষবর্ষে কিংবা সদ্য পড়াশুনা শেষ করেছেন তাদেরকে।
অ্যাপ লিংক: https://play.google.com/store/apps/details?id=com.priyoshikkhaloy.android
যারা একটি চাকরি করছেন বা অন্য কারণে পড়াশোনার যথেষ্ট সময় পান না তাদের জন্য প্রতিদিন অল্প অল্প করে টপিক ধরে আমাদের এক্সাম প্ল্যান অনুযায়ী নিয়মিত পড়াশোনা করলে আপনি জব মার্কেটে নিজেকে যোগ্য করে তুলবেন তাতে কোন সন্দেহ নেই , আমরা দৃঢতার সাথে এ কথা বলতেই পারি ।
কোর্স প্ল্যান লিংক : https://link.priyoshikkhaloy.com/NFpOaVVRblF0eVA1L2lwYkwvSGNYQT09
সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত এ প্ল্যানটিতে যেকোনো সময় এনরোল করা যাবে । যে পরীক্ষাগুলো শেষ হবে তা আর্কাইভে থাকবে এবং নতুন করে শুরু হবে সুতরাং বছরের যে সময়ই কোর্স এনরোল করা হোক সবাই কোর্সের সবটুকু এক্সেস পাবেন ।
সাফল্য ছুঁয়ে দিতে, আমরা আছি সাথে !!!