৪৬তম বিসিএসের আবেদন গ্রহণ শেষ হয়েছে। ৩ লাখের বেশি প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এ বিসিএসের প্রিলি পরীক্ষা আয়োজন করা হতে পারে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারের বেশি প্রার্থী আবেদন ফি জমা দিয়েছেন। আগামীকাল বুধবার আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন। আবেদন সংখ্যা কিছুটা বাড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘এসএসসি পরীক্ষা চলাকালীন যেকোনো ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পরীক্ষা হতে পারে। যেদিন এসএসসি পরীক্ষা থাকবে না সেদিন পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে শুক্রবারকে বেছে নেওয়া হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।’
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আয়োজন করা হতে পারে। পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তারিখ চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি আকারে তা জানিয়ে দেওয়া হবে।’
এর আগে গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবারের বিসিএসে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের শূন্য থাকা আসনে মোট ৩১৪০ জন ক্যাডার নিয়োগ পাবেন।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের বিসিএসে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্রসহ প্রশাসনের বিভিন্ন ক্যাডার পদে সুযোগ পাবেন মোট ৪৮৯ জন। এছাড়াও রেলওয়ে প্রকৌশল, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশলসহ সংশ্লিষ্ট শূন্য পদগুলোতে মোট ২০৭৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এবারের বিসিএসে শিক্ষায় নিয়োগ পাবেন ৪২৯ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা, সরকারি সাধারণ কলেজ সমূহের শূন্য পদে নিয়োগ পাবেন প্রার্থীরা। এছাড়াও সাধারণ শিক্ষায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে আলাদা করে নিয়োগ পাবেন প্রার্থীরা। এসব কলেজে বিভিন্ন বিষয়ে মোট ৯১টি শূন্য পদের কথা জানিয়েছে পিএসসি। এর বাইরেও শিক্ষায় কারিগরিসহ বিশেষায়িত বিভিন্ন প্রতিষ্ঠানে আরও নিয়োগ দেওয়া হবে ৫৭ জনকে।
সূত্র : দ্যা ডেইলি ক্যাম্পাস