খুব শীঘ্রই এ বছরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই আপনি যদি এ পরীক্ষাতে একজন সম্ভাব্য অংশগ্রহণকারী হয়ে থাকেন, তবে আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ সম্পর্কে জানা উচিত। আজকের এই আর্টিকেলে আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব।
করোনাকালীন সময়ে দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে। একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ পরীক্ষা, ভর্তি পরীক্ষা কিংবা চাকরীর পরীক্ষার সিলেবাসেও এসেছে অনেক পরিবর্তন। তাই এখনো পুরোনো সিলেবাস নিয়ে চাকরীর পরীক্ষায় অংশগ্রহণ করব বলে বসে থাকলে চলবে না। সিলেবাসের আপডেটের সাথে নিজের প্রস্তুতিও আপডেট করতে হবে।
প্রাথমিক নিয়োগ পরীক্ষার সিলেবাস এ প্রধানত ৬টি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এগুলো হচ্ছে- ১. বাংলা, ২. English ৩. গণিত, ৪. সাধারণ জ্ঞান, ৫. সাধারণ বিজ্ঞান এবং ৬. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তবে এগুলো আলাদা আলাদা বিষয় হলেও বিষয়গুলোর অনেকগুলো শাখা রয়েছে। যেমন বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন করা হয়। আবার সাহিত্য অংশ থেকেও প্রশ্ন করার সুযোগ রয়েছে।
তাই আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩ এ সিলেবাসের সবগুলো বিষয় উল্লেখ করেছি এবং প্রতিটি বিষয়ের যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হবে; সেগুলোও উল্লেখ করেছি। নিচের তালিকা থেকে এবছরে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষার সাজেশনটি দেখে নিন।
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন ২০২৩
১. বাংলা
এক কথায় প্রকাশ/বাক্য সংকোচন
বাগধারা
কারক-বিভক্তি
সন্ধি
শুদ্ধ-অশুদ্ধ বানান
সমার্থক শব্দ
বিপরীতার্থক শব্দ
শব্দার্থ
সাধু ও চলিত রূপ
সমাস
পদ প্রকরণ
বাচ্য
বাংলা ক্রিয়ার কাল
বিরাম চিহ্ন
পরিভাষা
বিশিষ্ট অর্থবাচক শব্দ
দ্বিরুক্ত শব্দ
অব্যয়
উপসর্গ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিকদের রচিত গ্রন্থ
কবি-সাহিত্যিকদের বিখ্যাত উক্তি
কবি-সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি
২. English
Identifying Parts of Speech
Sentence Correction
Preposition
Synonym and Antonym
One Word Substitution
Correct Spelling
Phrase and Idioms
Subject-Verb Agreement/Right form of Verbs
Tense
Voice Change
Narration
Sentences
Article
বিভিন্ন প্রকার Modifier
Singular and Plural Number
While/When hy³ sentence
Conditional Sentence
Degree
ইংরেজি সাহিত্য
William Shakespeare
ইংরেজি সাহিত্যের বিখ্যাত গ্রন্থ ও লেখকদের নাম
৩. গণিত
বীজগণিতের মান নির্ণয়
বীজগণিতের সমীকরণ
গড়
সংখ্যা
শতকরা
সুদকষা
লাভ-ক্ষতি
উৎপাদক
সময় ও দূরত্ব
অনুপাত
ভগ্নাংশ
বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়
ল.সা.গু ও গ.সা.গু
কাজ ও সময়
লোক ও খাদ্য
বয়স
নৌকা ও স্রোতের বেগ
ধারার অজানা পদ
বিভিন্ন প্রকার দশমিকের গুণ
বিভিন্ন প্রকার কোণ
বিভিন্ন প্রকার চতুর্ভুজ
বিভিন্ন প্রকার ত্রিভুজ
বৃত্ত
৪. সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি
মুক্তিযুদ্ধ
মুজিবনগর সরকার
বীরশ্রেষ্ঠ
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূ-প্রকৃতি
নদ-নদী ও নদ-নদীর উৎপত্তিস্থল
প্রাচীন বাংলার ইতিহাস
বাংলাদেশের প্রথম
জাতীয় বিষয়াবলি
ভাষা আন্দোলন
যুক্তফ্রন্ট ও ছয়দফা
মুঘল আমল
বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি
ঐতিহাসিক স্থান ও স্থাপনা
আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ
মুক্তিযুদ্ধের বিভিন্ন গ্রন্থ ও চলচ্চিত্র
সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ও সংশোধনী
প্রাচীন বাংলার জনপদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের ভৌগোলিক উপনাম
শেখ হাসিনার বিভিন্ন পুরস্কার
গুরুত্বপর্ণ সাম্প্রতিক
৫. সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক বিষয়াবলি
বিশ্বের গুরুত্বপর্ণ দেশ
জাতিসংঘ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন
বিশ্বের ভৌগোলিক উপনাম
বিশ্বের বিভিন্ন প্রণালী
বিশ্বের বিখ্যাত স্থান, শহর ও দ্বীপ
বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও সদরদপ্তর
গুরুত্বপূর্ণ সাম্প্রতিক
৬. সাধারণ বিজ্ঞান
পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন
মৌলিক পদার্থ
ধাতু ও অধাতু
চৌম্বক পদার্থ
তরঙ্গ ও শব্দ
বিভিন্ন প্রকার গ্যাস ও জ্বালানি
বায়ুমণ্ডল
গ্রিন হাউজ গ্যাস
জেনেটিক্স
মানবদেহ
খাদ্য ও ভিটামিন
পরমাণু ও পরমাণুর গঠন
বিভিন্ন প্রকার কালচার (চাষ)
বিভিন্ন প্রকার পরিমাপক যন্ত্র
৭. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
কম্পিউটার সংগঠন
ইনপুট-আউটপুট ডিভাইস
মেমরি
ইন্টারনেট
মডেম
সফটওয়ার
ই-মেইল
কম্পিউটারের বৈশিষ্ট্য
উপরের তালিকায় আমরা এ বছর অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন তুলে ধরলাম। এখানে আমরা প্রতিটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ আইটেমগুলো আলাদা-আলাদা করে দেখিয়েছি। এ সকল আইটেম থেকে প্রশ্ন করা হবে। তাই এগুলোর ওপর জোরদার প্রস্তুতি নেওয়া আবশ্যক।