বাংলাদেশ ব্যাংক সহ যে কোন সরকারি-বেসরকারি ব্যাংক নিয়োগ, এন.এস.আই, দুদক, বেপজা, বেজা, গ্যাস ফিল্ড সহ যেকোনো গুরুত্বপূর্ণ সরকারি মন্ত্রণালয়/অধিদপ্তরে নিয়োগ পরীক্ষায় ইংলিশ ভার্সনের ম্যাথ ভীতি কাটাতে এবং এ সকল পরীক্ষায় ম্যাথ ভালো করতে হলে আগারওয়াল ম্যাথ সল্যুশন এর বিকল্প নেই। সরকারি-বেসরকারি নিয়োগ এবং আইবিএ ভর্তি প্রত্যাশী সকল পরীক্ষার্থীর উচিৎ Quantitative Aptitude for Competitive Examinations এর পূর্ণাঙ্গ সমাধান করা।
কোর্স রুটিন : এখানে ক্লিক করুন ।। কোর্স লিংক : এখানে ক্লিক করুন
তবে আগারওয়াল এর বইটিতে এত অধিক সংখ্যক ম্যাথ রয়েছে যে, তার সম্পূর্ণ সমাধান অত্যধিক সময় সাপেক্ষ ও অপ্রয়োজনীয়। কাজেই পরীক্ষার্থীদের এই ম্যাথ মহারণ সহজ করতে বাছাইকৃত ও গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে সাজানো হয়েছে “প্রিয় শিক্ষালয়ের” এই কোর্সটি।
নতুন ও পুরাতন সকল পরীক্ষার্থী এবং যারা ভবিষ্যতে নিয়োগ ও আইবিএ ভর্তি পরীক্ষায় অংশ নিবেন এবং সময় নিয়ে ম্যাথ আয়ত্বে আনতে চান তাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক হতে যাচ্ছে এই RS Aggarwal এর Quantitative Aptitude ভিত্তিক দীর্ঘমেয়াদী ম্যাথ কোর্সটি।