বিসিএস এর পরে নবম-তের তম গ্রেডের নন-ক্যাডার নিয়োগ পরীক্ষা গুলো বেশ জনপ্রিয় । প্রতি বছরই এই গ্রেডের পদগুলোতে প্রচুর লোকবল নিয়োগ দেয়া হয়। সংগতকারণেই এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য সুন্দর ও গোছানো প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ।
কোর্সের লিংক: https://bit.ly/41xmIEG
রুটিন লিংক : https://bit.ly/41mG7YN
তেমনই একটি নিয়োগ দশম গ্রেডের ‘সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)। এই এক্সামটির প্রস্তুতিকে কেন্দ্র করে প্রিয় শিক্ষালয় নিয়ে এসেছি ১২০ দিনের একটি চমৎকার এক্সাম প্ল্যান। এক্সামে অংশ নিয়ে সেই নির্দেশনা মোতাবেক এগিয়ে গেলে বিজয় হবেই নিশ্চিত ।
কেন এই কোর্স প্ল্যানটি আপনার জন্য
কোন পরীক্ষা মিস করে গেলে আর্কাইভ থেকে সেই এক্সামটি যে কোন সময় দিতে পারবেন।

পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজের মেধা তালিকা দেখার সুযোগ পাবেন এবং অন্যান্য প্রতিযোগিদের থেকে নিজের অবস্থান যাচাই করা সম্ভব হবে।
প্ল্যানটি কিনতে কোন টাকা পেমেন্ট করতে হবে ?
আপনি যদি আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের অথবা গোল্ডেন মেম্বারশিপ প্রাপ্ত ইউজার হয়ে থাকুন তবে মেয়াদ থাকাকালীন আপনি অন্যান্য কোর্স প্ল্যানের পাশাপাশি এই কোর্সটিরও ফুল এক্সেস পাবেন । নতুন করে কোন টাকা পেমেন্ট করতে হবে না। তবে শুধুমাত্র এই কোর্স প্ল্যানটি এনরোল করেও এক্সামে অংশ নিতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত । এক্ষেত্রে আপনি কোর্সের মেয়াদ থাকাকালীন অন্যান্য কোর্সে এক্সাম দেয়া ব্যাতিত অ্যাপের সব কিছুর ফুল এক্সেস পাবেন।
তো স্মার্ট প্রস্তুতিতে এগিয়ে থাকবেন না ? চলুন শুরু করি ।