চাকুরীর সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি

এক অ্যাপেই সব চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি

🎯 সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি : 

1️⃣পরিকল্পিত রুটিন তৈরি করুন – নূন্যতম দৈনিক ৭-৮ ঘণ্টা পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন।

2️⃣পূর্বের প্রশ্নব্যাংক সমাধান করুন – বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করুন।

3️⃣বেসিক শক্তিশালী করুন – বই, নোট, অ্যাপসহ অনলাইন রিসোর্স ব্যবহার করে দুর্বল বিষয়গুলো নিয়ে কাজ করুন।

4️⃣প্রশিক্ষিত শিক্ষকদের পরামর্শ নিন – সম্ভব হলে গাইডলাইন নিন বা প্রাইভেট পড়ুন।

🎯সময় ব্যবস্থাপনা ও অধ্যবসায়: 

1️⃣অপ্রয়োজনীয় সময় ব্যয় বন্ধ করুন – আড্ডা, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে দিন।

2️⃣নিয়মিত মক টেস্ট দিন – নিজের প্রস্তুতির স্তর যাচাই করতে অনলাইন/অফলাইন মক টেস্ট দিন।

3️⃣দৈনিক লক্ষ্য নির্ধারণ করুন – প্রতিদিন কী কী পড়বেন তার পরিকল্পনা করুন।

🎯বিষয়ভিত্তিক প্রস্তুতি:

1️⃣বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান প্রতিদিন চর্চা করুন – বিশেষত গণিত ও ইংরেজির জন্য আলাদা সময় দিন।

2️⃣কারেন্ট অ্যাফেয়ার্স ও সাম্প্রতিক বিষয়াবলি পড়ুন – প্রতিদিনের খবর, মাসিক সাময়িকী ও বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বই পড়ুন।

3️⃣কমন টপিকগুলোর উপর ফোকাস করুন – সাধারণত যে বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো বেশি চর্চা করুন।

🎯শারীরিক ও মানসিক প্রস্তুতি:

1️⃣স্বাস্থ্য ও মানসিক সুস্থতার দিকে খেয়াল রাখুন – পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন।

2️⃣নিয়মিত ব্যায়াম করুন – মানসিক চাপ কমাতে হালকা ব্যায়াম বা মেডিটেশন করুন।

3️⃣পজিটিভ থাকুন – নিজেকে মোটিভেট রাখুন এবং হতাশা এড়িয়ে চলুন।

🎯বিকল্প পরিকল্পনা ও সুযোগ:

1️⃣একাধিক চাকরির জন্য প্রস্তুতি নিন – এক জায়গায় নির্ভর না করে বিভিন্ন চাকরির জন্য আবেদন করুন।

2️⃣ভাইভা ও লিখিত পরীক্ষার জন্য আলাদা প্রস্তুতি নিন – চাকরির পরীক্ষা ছাড়াও ভাইভার জন্য বিশেষ প্রস্তুতি নিন।

 লেখা : সাকিবুল হাসান,এডমিন, সাকিবুল’স জব আপডেট। 

বিনামুল্যে প্রস্তুতি!

ফ্রি পরীক্ষা

কারেন্ট অ্যাফেয়ারস

জব সার্কুলার

লেকচার শিট

প্রিয় শিক্ষালয় থেকে এক্সক্লুসিভ স্টাডি ম্যাটেরিয়াল সরাসরি পাবেন আপনার মেইলে!

এক্সক্লুসিভ কন্টেন্ট

Priyo Shikkhaloy App

সর্বশেষ প্রকাশিত

এরকম আরও ব্লগ

Priyo Shikkhaloy App